Skip to content

নিজেকে চিনতে পারিনি – সুবীর ভট্টাচার্য্য

নিজেই ভুগছি বহু রোগ নিয়ে
আর দুটো হলে ক্ষতি কি?
কাছের বন্ধুরা কেন চলে গেল
বন্ধুত্বে ভেজাল ছিল কি?
অপেক্ষা করি, প্রতিক্ষায় থাকি
নীরবতার অঙ্ক মেলে কি?
গোপন কথাটা গোপনেই থাকে
প্রতিধ্বনি তার হয় কি?

হাতি ঘোড়া আরও কত কি মেরেছি
চোঁয়া ঢেকুর তুলে লাভ নেই,
দিনগুলো কাটে অলসতা নিয়ে
গুমোট আবহাওয়া গতি নেই।
অতিত চিবিয়ে জাবর কেটেছি
মৃতদেহে কোনও সাড়া নেই,
রোজগার করে বিলিয়ে দিয়েছি
একফালি রোদের আশাও নেই।

যারা বেঁচে আছে সামর্থ্য নিয়ে
প্রহেলিকা তারা বোঝেনি,
সুখের হদিস তারাই পেয়েছে
দাবানলে যারা পোড়েনি।
সতর্কতার কারাগারে থেকে
মুক্ত আকাশে উড়িনি,
নিজের আমির আমিত্ব খুঁজে
নিজেকে চিনতে পারিনি।

মন্তব্য করুন