তোমাকে একলা পেলে
তুলির আঁচড় কাটতাম
এক আকাশ জুড়ে ।
তোমাকে একলা পেলে
ডুবুড়ি হয়ে ডুব মারতাম
তোমার চোখের নীল গহীন গভীরে ।
তোমাকে একলা পেলে
এক বসন্ত ধরে মেতে উঠতাম
তোমার কালো কেশের আঘ্রাণে ।
তোমাকে একলা পেলে
পলাশের আগুন রঙ ধার করে
রাঙিয়ে দিতাম ও দুটি অধরে ।
তোমাকে একলা পেলে
রামধনুর পথ ধরে ,
স্বর্গের কিনারা ছাড়িয়ে
মন হারাতাম – তব আঁচল প্রান্তে …..