তুমি নিশ্চল,
দাঁড়িয়ে আছো দেয়ালের ওপাশে।
আমি অবিরত ছুটে চলি,
মগজবন্দী জীর্ণ ছায়ার পাশে।
আঁধার কালো নয় অন্ধত্বের নিশানা;
যোগাযোগ হবে কি কভু?
পশরের অপেক্ষায় সীমানা।
তুমি নিশ্চল,
দাঁড়িয়ে আছো মলাটের বাহিরে।
আমি অবিশ্রান্ত ভেবে বিভোর,
ছন্দবদ্ধ বিরহ কাব্যের গভীরে।
রঙিন বর্ণ সাজাই বারিদের ঢেউয়ে;
ভুলে যাই সে তো সাদা-কালো,
ধূসর চলে বয়ে।
তুমি নিশ্চল,
দাঁড়িয়ে আছো দৃষ্টির ওপারে।
আমি অনবরত খুঁজে ফিরি,
নির্ঘুম পলকের থরে থরে।
প্রচেষ্টা পড়ে রয় বাহারি কল্পনায়;
ব্যথাহত যত কথার অভিযোগ,
ঠাঁই মিলে শুণ্যতায়।
তুমি নিশ্চল,
দাঁড়িয়ে থাকো দেয়ালের ওপাশে।
দাঁড়িয়ে থাকো মলাটের বাহিরে।
দাঁড়িয়ে থাকো দৃষ্টির ওপারে।
আমি অবিরাম,
পায়ে পায়ে ছুটে চলি দুরত্বের ক্রম অনুসারে।
___
এ যুগের রুদ্রাক্ষ, বরানগর, কলকাতা/৩০ জুলাই, ২০২০
আজকের তাজা খবর/২৮ আগষ্ট, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6