Skip to content

‘‘ তুমি তো তোমার মতো ” – অথই মিষ্টি

কত আর থাকবে দূরে
আমায় ভূলে ?
গহিন অনন্ত অজানায়
কেন তবে আদৌ শত আশা
ভালোবাসা
সেই তোমায় ফিরে পেতে মন চায় ।

তোমায় ডাকি আদৌ সুরে সুরে
আছো তুমি কত দূরে ?
খুঁজি তোমায় উদাস চোখে
রাঁখিয়াছি তুলে আমার এ বুকে,
তোমার নাম আমার মুখে ।

দূরে থেকে, আমার থেকে
তবে কি, তুমি আছো অনেক সুখে?

মন্তব্য করুন