Skip to content

তুমি আর বদল – মেহজ্যাবিন গোল্ডার

আমার সব ছিল, তুমি বাদে সব ছিলো আমার
কিন্তু ভোর সকালে অপুর্নতা ছিল না আর ব্যস্ততায় প্রশান্তি ছিল না

তখন রঙিন শহরের বাহারী আলোটাও আমার চোখের ফ্রেমে নিয়ন বাতির মতন কালচে দেখালেও,
সন্ধ্যে বেলাতে গা শিউরে উঠতো না।

আগে সাই করে ট্রামটা গা ঘেসে যাবার সময় চোখের পাতা শক্ত হয়ে থাকলেও,
ফুটপাতে হাটার সময় হাজার চোখের ভীড়ে নিজেকে একা লাগতোনা।

আর বাকি ছ’টা দিনের মতন না খেয়ে-দেয়ে ভাবলেশহীন শরীর এক’ই রুটিনে দৌড়ালেও, বুধবার বিকেলের মতন খালি লাগতো না

মানুষের প্রকৃতি থেকে বেরুতে পারে মহা মানবেরা
আমি পারিনি, পারার আবশ্যকতা নিয়ে বেশকিছু এক্সপ্ল্যনেশন শুনেছি, যৌক্তিক লাগেনি।

আমি জানতামই প্রেম বিরাট ঝামেলার বস্তু, তারপরও হাজার হাজার ক্রোশ দূরের তোমাকেই আমার ভাল্লাগে,
আর তোমাকেই আমার চাই।।

মন্তব্য করুন