Skip to content

“টানাপোড়েনের জীবন”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

যাচ্ছিলাম এক ইষ্টি বাড়ি
দাওয়াত খাওয়ার তরে,
যাত্রা পথে ছিঁড়ল জুতা
হোঁচট লেগে পরে।

ছেঁড়া জুতা হাতে নিয়ে
গেলাম মুচির ধারে,
ছেঁড়া জুতা সেলাই দিতে
তারাই শুধু পারে।

অল্প একটু সামনে গিয়েই
খুঁজে পেলাম মুচি,
জুতা সেলাই করতে বলে
মিটাই মূল্য সূচি।

ভদ্র স্বরে বল্লেন উনি
আমরা গরীব মানুষ,
দুটো টাকা বেশি নিয়ে
পোড়াবো না ফানুস।

দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি
আমরা কি আর করি?
দু’বেলা ভাত জোগাড় করতে
নাভিশ্বাসে মরি।

লেখার তারিখ:- ২০/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন