জীবন নদ
কলমে – রমেন মজুমদার
তারিখ- 10/09/23
—
হায়রে জীবন নদ! –শুকাইলি যবে,
কেমনে কাটিব সাঁতার? শ্রান্তির নীরে;-
গেল যে ওপার ক্ষয়ে! একেলা এপারে;
বলো প্রিয়ে কত ব্যথা — সহিব অন্তরে? ।।
চমকে চাহিল বালা, পতি হত যার !
উঠিল ক্রন্দন রোল! বিহ্বল বালার;
সজল নয়নে চাহি; শোকাতর প্রাণ!
ভগ্ন পাখা! রক্তঝরে!! মৃত ক্রোঞ্চি তাঁর।।
উড়িয়া উড়িয়া কাঁদে! চাহে ফিরে ফিরে!
অশ্রুবারি ধরনীরে;– সপিতেছে ধীরে!!
আহারে অমোঘ প্রাণ ! ব্যাধ শরাঘাতে!
লাশ হয়ে পড়ে আছে মৃত্তিকার পাতে।।
প্রেমিক জানে তাঁর –বিচ্ছেদের জ্বালা !!
কোকাইয়া ক্রৌঞ্চী কাঁদে অবোধ অবলা!
এই কী জীবন নদে–চির ভাঁটা হয় ??
নিত্তিমাপা সংসারের–জয় পরাজয়।।
— সমাপ্ত। (শব্দ- 86)