Skip to content

চাওয়া পাওয়ার অভিমান

চেয়েছি বলে এসেছিলে ধরায়
যে ভাবে চেয়েছিল প্রথম আদম হাওয়ায়
তুমি চাওনি বলে দেইনি আজও ধরা
প্রথম প্রেমে পড়েছিলাম তোমায় দেখে
সে দেখার সাদ আজও আছে হৃদয়ে মেখে
পিঞ্জর মাঝে তুলেছিলে ধ্বনি
এঁকে ছিল ছবি গভীর ভালবেসে
আমার সব দিয়েছি তোমার তরে
তুমি আমার আমি তোমার মন নিয়েছে বুঝে
চাওয়া পাওয়ার আকুতি নিয়ে যাইনি তোমার কাছে
এ যদি হয় আমার অপরাধ
দিও না কখনও তুমি অপবাধ
আজীবন যাবো তোমায় ভালবেসে।

মন্তব্য করুন