Skip to content

চল চল চল— শাহ্ আলম আল মুজাহিদ

চল চল চল,
খোকা খুকির দল,
সোনামণির দল।
ইস্কুলের সময় হলো,
রাখ ওসব খেলাধুলো,
তাড়াতাড়ি চল,
আগে করবি গোসল।
পেটভরে নাস্তা করে,
বই-খাতা সঙ্গী করে,
দলে দলে চল।
চল চল চল।
লেখাপড়া করে যে
জ্ঞানী লোক হয় সে,
লেখাপড়া করবে
জ্ঞানবিজ্ঞান বাড়বে,
উন্নত হবে মনোবল।
চল চল চল।
ইস্কুল ছুটি হলে,
বাড়ি ফিরবি কোলাহলে,
ভেঙে খুশির ঢল,
চলে রে চলে রে চল।
চল চল চল।
বিকেল বেলা ফের এসে
খেলার মাঠে ভিড়ে শেষে।
খেলবি নে তোর বল,
এবার তবে চল।
চল চল চল।
চল চল চল।

Tags:

মন্তব্য করুন