Skip to content

গল্প কবিতা কিংবা উপন্যাসে আমার জায়গায় নেই – অথই মিষ্টি

আমি কোন গল্প নই, যে লাইন বেয়ে এগিয়ে যাব আর
কখনো হাঁসাবো কখনো কাঁদাবো অথবা বিস্ময়কর ভাবনায় ভাসাবো।
নই আমি কোন কবিতা, যে কবির মনে সংগোপনে স্থান নিব আর
ছন্দে বিমোহিত হয়ে পাঠক হৃদয়ে বিশাল জায়গায় পাব।
আমি কোন হৃদয় কাঁড়া উপন্যাসের দীর্ঘতম অধ্যায় নই, যে মানব মনকে নিজ গুণে আঁকড়ে ধরবো আর
নিজের রস গুণ ও বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলবো।

আমি সাধারণ অতি সাধারণ, যে সামান্য শব্দের সীমায় কোনোরকমে আটকা পড়া এক নগন্য আর
সাদামাটা জীবনের অধিকারী নারী যা শুধুমাত্র পরিবারের জন্য…

মন্তব্য করুন