Skip to content

গণ দেবতা হঠাৎ যদি আব্দুর রহমান আনসারী

গণ দেবতা হঠাৎ যদি
হাঠৎ যদি আমার সুর
যায় থেমে,
আমার স্বপ্ন
হয় বিলীন,
যদি কখনো যাই ভুলে,
আমার অতীত,
গণ দেবতা ——
তুমি আমায় যেও ভুলে।
সমাজপতির মিথ্যা শাসন,
বঞ্চনার যত গল্প গাঁথা,
বাড়ায় যদি লোলুপ হাত,
গণ দেবতা,
তুমি সইবে কি তা ?
গণ দেবতা,
হঠাৎ মম চলার পথে,
ভুলেও যদি করি রফা,
শোষণ জালের তরে
বুজরুকি আর চটুল কথায়
ঠকায় স্বজনে,
গণ দেবতা, তুমি
মানবে কি তা ?
গণ দেবতা
ইতিহাসের আস্তাকুঁড়ে
দিও ঠাঁই আমায় তুমি
হঠাৎ যদি ঘটেই মোর পদস্খলন।

রচনাকাল………..২৪/০৪/১৯৯৭

মন্তব্য করুন