আমি কেউ নয়, এক অস্তিত্ব শুধু
পূর্বের প্রত্যুষ শেষে
থমকে আছি নৈঋতের কাছাকাছি
খসে গেছে বাকলের কারু, তিন প্রজন্ম হলো
প্রতিক্ষণে টের পাই
কোটরে কোটরে জীবের আর্তস্বর, পরমায়ু রোধ করে
হাঁক ছাড়ে হা ঈশ্বর ! মূহুর্তের জীবগন্ধ থেকে
একই স্বর একই আবেগ খুব কাছ থেকে দেখি !
অস্তিত্ব ! জয় করা জৈবিক সেই দানা
পৃথিবীর মুখে সার্বিক অন্নের মত, ঢেলে দাও চর্ব চোষ্য সুখ
নিভৃতে বেড়ে ওঠে সে ও
কি প্রত্যাশায় ছুঁয়ে থাকে স্রোতের প্রপাত
দেখো স্বর্গ মর্ত্য ভেদ করে অনঙ্গ জীবন
এক আমার বহুতে প্রবেশ ,কিছুকাল যাপনের মোহে
মেলে রাখি
প্রশাখের বিস্তীর্ণ অঞ্চল, এস বস গান গাও
তাপিত জীবন
অস্তিত্বে গেঁথে যাও কিছু অংশ তার !!