Skip to content

কালবোশেখি কবিতা- ইসরাত জাহান সুমি

কালবোশেখি কবিতা
ইসরাত জাহান সুমি

বৈশাখ তুমি বছর বছর
ঘুরে এসো আমার মাঝে
আমায় বেসে ভালো,
নববর্ষের পেয়ে ছোঁয়া
খোদার কাছে করি দোয়া
মন থেকে যাক কালো।

বোরো ধানের হাসি দেখে
কৃষক মনে স্বপ্ন এঁকে
কিনে নতুন কাঁচি,
কালবোশেখি তুফান এলে
কৃষক দেখে চক্ষু মেলে
ভাবে কেমনে বাঁচি।

ঝড়-তুফানে উড়ায় বাড়ি
উড়ায় পথের চাকার গাড়ি
হঠাৎ তোমার রাগে!
তোমার বাতাস সর্বনাশা
ভেঙে ফেলে সর্ব আশা
ঘুমের মানুষ জাগে।

দূরাকাশের কালো মেঘে
মনে ভীতি জাগে বেগে
বর্ষা হঠাৎ আসে,
ক্ষেতে সোনার শস্য ডোবে
কৃষক মরে মনের ক্ষোভে
জলে সবই ভাসে।

রচনা-২৩ জুন ২০২১

ইসরাত জাহান সুমি একজন স্বনামধন্য লেখিকা তাঁর কবিতাখানা আমার খুব ভালো লেগেছে তাই পোস্ট করলাম।

মন্তব্য করুন