দাদুর মমতা
এ.এস.এম সোহেল ভূঁইয়া।
চলছে রবি দূর্বার স্রোতে
ঐ দিগন্তে টলে,
সুখের ভিত্তি বিনির্মাণে
তরস্থ দিন চলে।
ব্যস্ত নর ব্যস্ত নারী
চায় না পিছন ফিরে,
শহর মুখী মানুষ লোকে
যায় না গ্রামের নীড়ে।
তাই তো দাদু আক্ষেপে কয়
তোদের তরে দাওয়া,
কতক যুগের আগের স্মৃতি
আর হবে কি পাওয়া?
দাদু আমায় সূদুর থেকে
আয় না বারেক ফিরে;
হৃদের বাঁধন যায় না ভুলা
মায়ায় বুকটা চিঁড়ে।
দাদুটা মোর বিহগ লতা
এমনি ভূঁইয়ে থাকে,
মুক্ত সতেজ স্নিগ্ধ বাতাস
পায় যে শাঁখে শাঁখে।
তোর শহরে ব্যস্ত সবাই
নাই মমতার কণা,
একটু খানি খসলে-রে পাস
লাটসাহেবের ফণা।
আয়-রে আবার শিমুল তলে
মুগ্ধ হবি ঘ্রাণে,
দাদু আমায় ফোন করে কয়
তুই যে আমার প্রাণে।
শহর তলে একটি বাসা
যাই না গ্রামে তাই,
সুখের খুঁজে ছুটছি ছুটে
ছায়ার পিছু ভাই।