Skip to content

এপ্রিল বৃষ্টির গানের কবিতা

বৃষ্টি তোমাকে চুম্বন করুক
রৌপ্য তরল ফোঁটা দিয়ে বৃষ্টি আপনার মাথায় মারুক
বৃষ্টি তোমাকে একটি লুলাবি গাইতে দাও
বৃষ্টির কারণে ফুটপাতে পানি জমেছে
বৃষ্টি নালায় জলাশয় তৈরি করে
রাতে আমাদের ছাদে বৃষ্টি একটু ঘুমের গান বাজায়
আর আমি বৃষ্টি ভালোবাসি।

মন্তব্য করুন