একুশের কথা
~হোসাইন মোহাম্মদ দিদার
একুশ এসেছে দুয়ারে
দুয়ারে
একুশ এসেছে তোমার তরে
একুশ এসেছে আমার ঘরে।
একুশ মানেই
প্রাণের কথা বলি
একুশ মানেই
হাতে হাত রেখে চলি।
একুশ এসেছে ফাগুনে
একুশ এসেছে বসন্তে
একুশ জেগেছে দূর গগনে।
একুশে মানেই প্রাণের কথা
একুশ মানেই সালাম
বরকত,রফিক হারানোর ব্যথা।
একুশ মানেই প্রাণের ভাষা
একুশ মানেই ভিন্ন সাধের
ভালোবাসা,
একুশ মানেই আমি-তুমি
একুশ মানেই জন্মভূমি।