Skip to content

আষাঢ় – রবীন্দ্রনাথ দাস।

এসো হে আষাঢ়, –
গ্রীষ্মের তাপে তপ্ত বায়ু।
ভূমি তৃষিত, ফাটল তার স্নায়ু,
এসো নবরূপে এসো মাসে,
তব সহচর জলদ লয়ে সাথে,
তৃষিত ভূমি-প্রাণী সিক্ত কর সবে,
তব কর্মে এসো নিয়ম মতে।
না শহর ভাসে, গ্রাম না গ্রাসে-
জলে, জোয়ারে না ভাসায় নদে।
ত্রাহি ত্রাহি রব, সব যাক মিটে,
তোমার আসার সাথে সাথে।
বৃক্ষ তরুদল রয়েছে অপেক্ষাতে,
বরন ডালা সবে লয়ে হাতে,
পল্লবিত বকুল দোলনচাঁপা কদম সৌরভে,
আম্র শাখে শাখে সুধা রস ধরে রাখে,
মহা রাজপথে আসীন হয়ে রথে,
জন সমারোহে যাবে সে দড়ির টানে,
জগতের নাথ অপেক্ষায় মন্দিরে,
এসো তুমি সাথে জলদ সহচরে,
এসো সময়ে টেনে দাঁড়।

মন্তব্য করুন