Skip to content

আমার সমাধি দিও – মোঃ রুহুল আমিন গাজী

প্রাণের নবীর রওজা শরীফে
সালাম দিতেই নিও,
মরণ আসলে নবীর দেশেতে
আমাকে সমাধি দিও।

নবীর পায়ের চিহ্নের দাগ
ধুলায় ধূসর পাবো,
আসবে জীবনে সুযোগ যখন
মদিনার পানে যাবো।

আরব ভূমির ধূসর কণায়
নবীর সুবাস ঘ্রাণ,
ক্বাবার পাথরে চুম্বনে যেনো
জড়াবে দেহ ও প্রাণ।

অনেক স্বপ্ন মনের ভিতরে
এঁকেছি সকাল সাঁঝে,
নবীর দিদারে কবুল করো যে
থাকতে জগত মাঝে।

নবীর নূরের আলোক প্রভায়
কাটলো আঁধার যতো,
মহান প্রভুর স্বভাব শান যে
নবীর মাঝেই ততো।

আরব ভূমিতে সাম্যের হিত
সত্য ধারক রূপে,
শান্তির বাণী উদয় হইলো
নুরের জ্যোতির ধূপে।

আরব ভূমির তায়েফ নগরী
রক্তের স্রোতে রাঙা,
ভূপিত জালিম- কাফের- বাদশা
সত্য যে হলো চাঙা।

নবীর নুরের আভায় ফুটলো
আরব ভূমিতে ফুল,
ললিত কমল নুরের ছটায়
পেলো মুক্তির কূল।

2 thoughts on “আমার সমাধি দিও – মোঃ রুহুল আমিন গাজী”

মন্তব্য করুন