আত্ম সম্মান মানুষ প্রাণের
অমূল্য এক ধন,
আমৃত্যু তা স্বচ্ছ রাখার
নিতে হবে পণ।
চরিত্র যার ভালো সদা
চলে সত্য পথ,
কথাবার্তায় নাইকো মিথ্যা
ব্যবহারটা সৎ।
আয়ু তো ভাই ক্ষণস্থায়ী
বেঁচে আছি আজ,
মৃত্যু পরেও নাম রাখিতে
করি ভালো কাজ।
ভালো কাজের কদর আছে
থাকে সর্ব সুখ,
খারাপ কর্মে নিন্দা থাকে
বরাবরই দুখ্।
স্বভাব গঠন ভালো হলে
সবার মনে ঠাঁই,
জাতি বর্ণ নির্বিশেষে
সবাই বলবে ভাই।
লেখার তারিখ:- ০৭/১১/২০২৩ খ্রিস্টাব্দ