একটি ডাক বক্স জমানো দুটি কথা
একটি চিঠির খামে অস্পষ্ট কিছু ব্যথা
কেউ ভেঙে দেয় মানব মনের সরলতা
কেউবা বুঝেও না বুঝার ভান করে হৃদয়ের গভীরতা।
হয়তো সমাজে আগাছা জমেছে
সে আগাছারাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে
কিছু বীজ বুনলেও ফসল আসে না
কিছু চিঠি পাঠালেও উত্তর মিলে না।
ফুল সর্বদা গাছেই ফোটে হাতে ফোটে না
বিশ্বাস রাখা ভালো তবে সবার উপরে না
( #কবিতা : ” অস্পষ্ট চিহ্ন ” লেখা : – অথই মিষ্টি অরপে আগন্তুক অথই
অনুমতি ছাড়া কপি নিষেধ 👉 তথ্য সুত্রে : লেখক)