Skip to content

অমর প্রেমিক তোফাজ্জল – মোঃ ইব্রাহিম হোসেন

অমর প্রেমিক তোফাজ্জল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-১০-২০২৪ ইং

এক হৃদয়ের জন্য পাগল
ভাইয়া তুমি তোফাজ্জল,
কোটি হৃদয় জয় করেছো
কান্দে ঝরায় চোখের জল।

নামাজ পড়ে তোমার জন্য
করছে সবাই প্রার্থনা,
সফল তুমি নও অভাগা
শ্রেষ্ঠ প্রেমিক ব্যর্থা না।

ভালোবাসার জয় হয় হয়েছে
মৃত্যু নামের যন্ত্রণায়,
ব্যর্থ তারা মারলো যারা
ষড়যন্ত্রের মন্ত্রণায়।

হয়নি মরণ তোমার ভবে
জীবদ্দশায় মৃত্যু তার,
যার বিরহে হত্যা তুমি
বইবে সে তো ব্যথার ভার।

না হয় যদি বিচার তোমার
পড়বে লানত বিধাতার,
সামনে আছে আসবে সেদিন
জুলুমবাজের নাইকো ছাড়।

প্রেম-সমরে তুমিই অমর
আমজনতার মাথার তাজ,
কাল-হাশরে পাওনা তোমার
আমার রবের সকল নাজ।

মন্তব্য করুন