Skip to content

নির্ঝর – কাজী নজরুল ইসলাম

কবিতা তালিকা

[A]

  1. অভিমানী – কাজী নজরুল ইসলাম
  2. আশায় – কাজী নজরুল ইসলাম
  3. গরিবের ব্যথা – কাজী নজরুল ইসলাম
  4. চিঠি – কাজী নজরুল ইসলাম
  5. জীবনে যাহারা বাঁচিল না – কাজী নজরুল ইসলাম
  6. তুমি কি গিয়াছ ভুলে – কাজী নজরুল ইসলাম
  7. দীওয়ান–ই–হাফিজ – কাজী নজরুল ইসলাম
  8. প্রিয়ার দেওয়া শরাব – কাজী নজরুল ইসলাম
  9. বাঁশির ব্যথা – কাজী নজরুল ইসলাম
  10. মুক্তি – কাজী নজরুল ইসলাম
  11. সুন্দরী – কাজী নজরুল ইসলাম

[A]

নির্ঝর গ্রন্থ রেজিস্ট্রেশনের তালিকায় ১৯৩৯ সালের ২৩ জানুয়ারি গ্রন্থটির প্রকাশকাল চিহ্নিত হয়। নজরুল ইসলামের নির্ঝর বইকে অনেক সমালোচকের কাছে একটি ভাগ্যবিড়ম্বিত বই বলে মনে হয়েছে। যার পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছিল ১৯২৬ সালে। অধিকাংশ রচনা পত্রপত্রিকায় ১৯২৪-২৫-এর মধ্যে প্রকাশিত হয়। নির্ঝর-এর কবিতাসমূহ নজরুলের কাব্যচর্চার হাতেখড়ি-পর্বের হলেও এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে কবির কাব্যচর্চার প্রায় শেষ পর্যায়ে—১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে। এ গ্রন্থ প্রকাশে নজরুল-পরবর্তী স্বত্বাধিকারীদের অনীহা বা অবহেলাই প্রধানত কারণ হিসাবে চিহ্নিত।

তথ্যসুত্রঃ উইকিপেডিয়া

[A]