Skip to content

সৃজা ঘোষ | কবিতা ককটেল

সৃজা ঘোষ বর্তমান উদীয়মান কবিদের মধ্যে অন্যতম। বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করছেন বছর কুড়ির এই লেখিকা।ছোটবেলা থেকেই তিনি লেখালেখির সাথে যুক্ত। লেখার পাশাপাশি বাচিক শিল্পের সাথেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন।

সৃজার শব্দচয়নের নিপুণতা তার কবিতাকে এক অন্য মাত্রা এনে দেয়। প্রেমে ও প্রতিবাদে তিনি সমান সাবলীল। সাম্প্রতিক ঘটে যাওয়া সমস্ত কিছুই নিপুণ ভাবে ফুটে ওঠে তার কবিতায়।

আমাদের পাতায় প্রকাশিত তার কিছু কবিতাঃ

  1. অ-শেষ – সৃজা ঘোষ
  2. আমরা – সৃজা ঘোষ
  3. গেরো – সৃজা ঘোষ
  4. চুম্বন – সৃজা ঘোষ
  5. জন্মোত্তর – সৃজা ঘোষ
  6. ধর্মাবতার – সৃজা ঘোষ
  7. নীল – সৃজা ঘোষ
  8. মেয়েমানুষের প্রেম – সৃজা ঘোষ
  9. শীত – সৃজা ঘোষ
  10. সং – সৃজা ঘোষ