Skip to content

শক্তি চট্টোপাধ্যায়

শক্তি চট্টোপাধ্যায়পশ্চিমবঙ্গের জয়নগরে তাঁর জন্ম। দারিদ্রতার কারণে প্রেসিডেন্সিতে স্নাতক শেষ করতে পারেননি। শুরু করেন সাহিত্য চর্চা। প্রথমে স্ফুলিঙ্গ সমাদ্দার নামে গল্প লিখতেন। প্রথম উপন্যাস লেখেন ‘কুয়োতলা’। কিন্তু কিছুদিনের মধ্যেই কবিতা তাঁকে টানে। সেই সময় কৃত্তিবাস পত্রিকায় লিখে খ্যাতি পান। হাংরি আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। প্রবল দারিদ্রতার মধ্যে দিন কাটাতে হত তাঁকে। এমনও শোনা যায় যে, দুপুরে কবির বাড়ি উপস্থিত হলে দুটো ভাত বেড়ে দেওয়ার নিশ্চয়তা না থাকলেও; অনায়াসে দুটো কবিতা বেড়ে দিতে পারতেন।
শক্তি তাঁর কবিতাকে কবিতা বলতেন না। বলতেন পদ্য। আর লিখতে পারতেন খুব দ্রুত। লেখায় কাটা ছেঁড়া করতেন না।
তাঁর কবিতায় উঠে আসে সমাজ জীবন, নারী, প্রেম, বিরহ, ভালোবাসা, প্রতিবাদ সব… সাবলীল ভাষায় অসাধারণ লিখে যেতেন তিনি।

আমাদের পাতায় প্রকাশিত তাঁরই কিছু কবিতাঃ

  1. অতিজীবিত – শক্তি চট্টোপাধ্যায়
  2. অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে – শক্তি চট্টোপাধ্যায়
  3. অবনী বাড়ি আছো – শক্তি চট্টোপাধ্যায়
  4. অবসর নেই – তাই তোমাদের কাছে যেতে পারি না – শক্তি চট্টোপাধ্যায়
  5. আকাশে চিক্কুর দিচ্ছে – শক্তি চট্টোপাধ্যায়
  6. আজ সকলই কিংবদন্তি – শক্তি চট্টোপাধ্যায়
  7. আতাচোরা – শক্তি চট্টোপাধ্যায়
  8. আনন্দ-ভৈরবী – শক্তি চট্টোপাধ্যায়
  9. আমরা দুজন ছড়িয়ে বসছি – শক্তি চট্টোপাধ্যায়
  10. আমরা সকলেই – শক্তি চট্টোপাধ্যায়
  11. আমাকে পোড়াও – শক্তি চট্টোপাধ্যায়
  12. আমি যাই – শক্তি চট্টোপাধ্যায়
  13. আমি স্বেচ্ছাচারি – শক্তি চট্টোপাধ্যায়
  14. এই বাংলাদেশে ওড়ে রক্তমাখা নিউজপেপার বসন্তের দিনে! – শক্তি চট্টোপাধ্যায়
  15. এক অসুখে দুজন অন্ধ – শক্তি চট্টোপাধ্যায়
  16. এক হতচ্ছাড়া যুদ্ধ চাই – শক্তি চট্টোপাধ্যায়
  17. একবার তুমি –শক্তি চট্টোপাধ্যায়
  18. একেকটি দিন আসে – শক্তি চট্টোপাধ্যায়
  19. এখানে কবিতা পেলে গাছে-গাছে কবিতা টাঙাবো – শক্তি চট্টোপাধ্যায়
  20. এখানে জন্মের – শক্তি চট্টোপাধ্যায়
  21. এবার আমি ফিরি – শক্তি চট্টোপাধ্যায়
  22. এবার আসি – শক্তি চট্টোপাধ্যায়
  23. এবার হয়েছে সন্ধ্যা – শক্তি চট্টোপাধ্যায়
  24. ও চিরপ্রণম্য অগ্নি – শক্তি চট্টোপাধ্যায়
  25. কখনো বুকের মাঝে ওঠে গ্রীস – শক্তি চট্টোপাধ্যায়
  26. কারনেশন – শক্তি চট্টোপাধ্যায়
  27. কাল রাতে জাগিয়ে রেখেছিলো আমায় পুরানো চাঁদ – শক্তি চট্টোপাধ্যায়
  28. কীসের জন্যে – শক্তি চট্টোপাধ্যায়
  29. কুয়াশায় – শক্তি চট্টোপাধ্যায়
  30. চতুরঙ্গে – শক্তি চট্টোপাধ্যায়
  31. চাবি – শক্তি চট্টোপাধ্যায়
  32. চিত্রশিল্প অনন্তকাল – শক্তি চট্টোপাধ্যায়
  33. ছায়ামারীচের বনে – শক্তি চট্টোপাধ্যায়
  34. ছেলেটা – শক্তি চট্টোপাধ্যায়
  35. জঙ্গলের মধ্যে ঘর ঈশ্বর গড়েন – শক্তি চট্টোপাধ্যায়
  36. জন্ম এবং পুরুষ – শক্তি চট্টোপাধ্যায়
  37. জন্মদিনে – শক্তি চট্টোপাধ্যায়
  38. জরাসন্ধ – শক্তি চট্টোপাধ্যায়
  39. জল পড়ে – শক্তি চট্টোপাধ্যায়
  40. জুলেখা ডব্ সন – শক্তি চট্টোপাধ্যায়
  41. ঝর্না – শক্তি চট্টোপাধ্যায়
  42. টিলার উপর সেই বাড়িটির কথা – শক্তি চট্টোপাধ্যায়
  43. তবে চলো ভাঁটিখানায় যাই – শক্তি চট্টোপাধ্যায়
  44. তবে তাই হোক – শক্তি চট্টোপাধ্যায়
  45. তুমি আছো-ভিতরে উপরে আছে দেয়াল – শক্তি চট্টোপাধ্যায়
  46. তোমার সন্তান আমি দিয়ে যাব – শক্তি চট্টোপাধ্যায়
  47. দাঁড়াও – শক্তি চট্টোপাধ্যায়
  48. দায় – শক্তি চট্টোপাধ্যায়
  49. দিন যায় – শক্তি চট্টোপাধ্যায়
  50. দুঃখ – শক্তি চট্টোপাধ্যায়
  51. দেখা হলে বজ্রপাত! – শক্তি চট্টোপাধ্যায়
  52. ধীরে ধীরে – শক্তি চট্টোপাধ্যায়
  53. নিমন্ত্রণ – শক্তি চট্টোপাধ্যায়
  54. নিয়তি – শক্তি চট্টোপাধ্যায়
  55. নীল ভালোবাসায় – শক্তি চট্টোপাধ্যায়
  56. পড়ন্ত বিকেলে – শক্তি চট্টোপাধ্যায়
  57. পরস্ত্রী – শক্তি চট্টোপাধ্যায়
  58. পাখি আমার একলা পাখি – শক্তি চট্টোপাধ্যায়
  59. পাতাল থেকে ডাকছি – শক্তি চট্টোপাধ্যায়
  60. পাবো প্রেম কান পেতে রেখে – শক্তি চট্টোপাধ্যায়
  61. পোকায় কাটা কাগজপত্র – শক্তি চট্টোপাধ্যায়
  62. প্রতিক্রিয়াশীল – শক্তি চট্টোপাধ্যায়
  63. প্রেম – শক্তি চট্টোপাধ্যায়
  64. প্রেম দিতে থাকো – শক্তি চট্টোপাধ্যায়
  65. ফিরে এসো মালবিকা – শক্তি চট্টোপাধ্যায়
  66. বদলে গেছি – শক্তি চট্টোপাধ্যায়
  67. বয়ঃসন্ধি – শক্তি চট্টোপাধ্যায়
  68. বহুদিন বেদনায় বহুদিন অন্ধকারে – শক্তি চট্টোপাধ্যায়
  69. বাঘ – শক্তি চট্টোপাধ্যায়
  70. বাহির থেকে – শক্তি চট্টোপাধ্যায়
  71. বিষ-পিঁপড়ে – শক্তি চট্টোপাধ্যায়
  72. ভাত নেই, পাথর রয়েছে – শক্তি চট্টোপাধ্যায়
  73. ভালর জন্যে – শক্তি চট্টোপাধ্যায়
  74. ভ্রান্তি – শক্তি চট্টোপাধ্যায়
  75. মজা হোক – ভারি মজা হোক – শক্তি চট্টোপাধ্যায়
  76. মনে পড়লো – শক্তি চট্টোপাধ্যায়
  77. মনে মনে বহুদূর চলে গেছি – শক্তি চট্টোপাধ্যায়
  78. মন্দিরে, ঐ নীল চূড়া – শক্তি চট্টোপাধ্যায়
  79. মিষ্টিগুড়ের ইস্টিশানে – শক্তি চট্টোপাধ্যায়
  80. মুকুর – শক্তি চট্টোপাধ্যায়
  81. যখন বৃষ্টি নামলো – শক্তি চট্টোপাধ্যায়
  82. যদি পারো দুঃখ দাও – শক্তি চট্টোপাধ্যায়
  83. যে যায় সে দীর্ঘ যায় – শক্তি চট্টোপাধ্যায়
  84. যে-পথে যাবার – শক্তি চট্টোপাধ্যায়
  85. যেতে পারি, কিন্তু কেন যাব – শক্তি চট্টোপাধ্যায়
  86. যেতে যেতে – শক্তি চট্টোপাধ্যায়
  87. যেভাবে যায়, সক্কলে যায় – শক্তি চট্টোপাধ্যায়
  88. রহস্যের চাবি – শক্তি চট্টোপাধ্যায়
  89. রাখো তোমার উদ্যত পা – শক্তি চট্টোপাধ্যায়
  90. সুখে থাকো – শক্তি চট্টোপাধ্যায়
  91. সে বড়ো সুখের সময় নয়, সে বড়ো আনন্দের সময় নয় – শক্তি চট্টোপাধ্যায়
  92. হলুদবাড়ি – শক্তি চট্টোপাধ্যায়