Skip to content

রামকৃষ্ণ প্রধান | কবিতা ককটেল

রামকৃষ্ণ প্রধানকবি রামকৃষ্ণ প্রধান, জন্মসূত্রে অবিভক্ত মেদিনীপুরের বাসিন্দা । ছোটো থেকেই মানুষের বেদনায় আতকে উঠতো জীবন । তা প্রকাশ করতে গিয়েই কলম ধরা ।  লেখার সূত্রে কাছে পেয়েছেন দুবঙ্গের কবিমহলকে । দেশপ্রান(নন্দীগ্রাম), শারদী (নন্দীগ্রাম) , এক মুঠো রোদ্দুর (উত্তর দিনাজপুর), কালিনী (উত্তর দিনাজপুর ), সেতু (ইসলামপুর,উত্তর দিনাজপুর ) আরো অনেক পত্রিকায় নিয়মিত লিখছেন ।

কবি রামকৃষ্ণ প্রধানের ফেসবুকঃ এখানে ক্লিক করুন 

আমাদের পাতায় প্রকাশিত তাঁর কিছু কবিতাঃ

 

 

  1. দেশ খোঁজা মানুষ – রামকৃষ্ণ প্রধান
  2. সময় – রামকৃষ্ণ প্রধান
  3. সম্পর্ক – রামকৃষ্ণ প্রধান
  4. সারোগেসি – রামকৃষ্ণ প্রধান