Skip to content

1″এরই নাম প্রেম ” – 2 মল্লিকা রায়

দু’দিনের পৃথিবীতে চলাচল্ ব্যাস্
চলে যাওয়া চরম অধ্যায়
কে কখন কোনভাবে
কি সাজ সাজিয়ে যাবে?
ব্রম্মপদ কিংবা অপচয় ।

সব ফেলে যাবো চলে যখন সময়
আমি তুমি অযথা বিষাদ
কার ডাক্ আগে পরে
যখনি সে পরপারে
ফেলে সব বাদ প্রতিবাদ।

যশে কিবা অপযশে সাজঘর বলে
মন্দ ভালো’র রুজ শেড্
জীবনী’তে হবে রাখা
কারুকাজ ভালোলাগা
লিস্টিতে টেল কিবা হেড্ ।

বদনাম দিও কিছু আঁতর রাঙিয়ে
পালোয়ান যত কেচ্ছারা
ধুঁয়ে দিও ক্ষতদের
প্রবল দাপট,
পাপ,তাপ যত পদহরা ।

পাঁকে রেখো ফেস্ প্যাক চরম শেডের
কারসাজি চালিয়ে দোপাট
সাজঘরে অরাজগ
অযথা প্রবাদ…….
আমি,তুমি দু’দিনের জোট।

খুব কষে আছি ধরে আমার এ আমিকে
যখনি স্খলণ হবে
বেঁধে রেখে দিতে হবে
নতুবা প্রমাদ ভবে
সময় ফুরোলে কলরবে।

মাঝের সময়টুক সাজিয়ে গুছিয়ে
দিও ঢেকে বাকীটা প্রহর
আজ আছি কাল্ কোন্
অপার্থিব মোহ্
কেড়ে নিবে টুক চরাচর।

হলে শোধ দায়ভার নিশুত এ সাজঘর
গরমিল ভাগ্য বিধাতা
ফলটুক রেখে দেন
যে যেমন শোধরান্
সেই পথে জীবন প্রনেতা।

মন্তব্য করুন