Skip to content

‌প্রেমে-অ‌প্রে‌মে — জুম যাহ‌রিন নাজাহ

সেই সে‌দিন চৈত্রকা‌লে ,
‌প্রেম হ‌য়ে‌ছিল তোমা‌তে আমা‌তে।
‌খেঁজুর র‌সের মি‌ষ্টি পি‌ঠেয় বিবা‌হের পয়গাম,
জানুয়া‌রির হিমশী‌তে শুভাশুভ প‌রিণয়;
আর সেই কুয়াশা ঘেরায় শুভদৃ‌ষ্টি
প্রণ‌য়ের শুভাশুভ প‌রিণয় ,
কালরা‌ত্রি‌তে ফুলশয্যা ,
আর বৈশা‌খে সংসার ¡

‌চৈ‌ত্রের প্রেম আর পৌ‌ষের বি‌য়ে,
‌ভে‌ঙে গেল মে মা‌সেই
‌কোন এক বৈশাখী ঝ‌ড়ে ।
‌দেখ ,কত প্রে‌মে- অ‌প্রে‌মে,
দু’‌চোখ ভরা স্ব‌প্নে
সাক্ষী- সাবুদ, সই ক‌রি‌য়ে
হলামই য‌দি তোমার আমার,
‌কেনই বা আবার গেলাম
যোজন যোজন দূ‌রের হয়ে ।

এত ‌প্রেম, এত আশা, আশ্বাস সব
এক কা‌লি‌তে ছারখার।
ত‌বে কি সবাই ভুল ব‌কে?
‌বি‌য়ে মা‌নে সাত জ‌ন্মের বন্ধন?

এভা‌বে হা‌রি‌য়ে যা‌বে ভা‌বি‌নি,
তু‌মি আ‌ছো আ‌শে পা‌শেই,
হয়ত পা‌শের ‌কোন ছাত্রাবা‌সেই ।
দিন যা‌বে, মাস যা‌বে,
স্মৃ‌তিগু‌লো ফি‌কে হ‌য়ে আস‌বে।
হয়ত তোমার গ‌ল্পে আস‌বে নূতন না‌য়িকা,
আমার জীব‌নে কোন প্রে‌মিক পুরুষ।

‌প্রে‌মে – অ‌প্রে‌মে তু‌মি থে‌কে যা‌বে প্রাক্তনতম হ‌য়ে।
বইপ‌ত্রের ফা‌ঁকে হঠাৎ কোন যুগল ছ‌বি‌তে
মর‌ীচা পড়া স্মৃ‌তি হয়ত উঠ‌বে জে‌গে।

এভা‌বে তোমায় হারা‌বো ,
ভা‌বি‌নি কখ‌নো।
‌প্রে‌মে – অ‌প্রে‌মে তু‌মি থে‌কে যা‌বে,
প্রাক্তন হয়ে ।

মন্তব্য করুন