Skip to content

হে পথিক – হিমেল কবি নুরইসলাম নুর

  • by

সুদীর্ঘ পথ হেরি,খর রদ্দুর করোটিতে
আজি,পড়ন্ত বিকেলে-
আমি বর ক্লান্ত,হে পথিক!
বহু পথ বাকি,বহু দুরে যাবো,ঠিক
লো দীঘির ওপারে।

অথচ,স্বপ্নিল দুচোখ ‘দেখো’
অন্তিম মগ্নতায়,
আড়ালে,সুর্যদেব হাসে!

খর রদ্দুরে;জলজ বাতাস
অদুরে দীঘির কালো জল,
ঘোনো কালো আঁধার,আসিছে
ঘোনায়ে,হে দুরন্ত পথিক!
হও আগুয়ান,দুর্মর।

খানিকটা বাকি-
দেবে নিশাপতি জ্বালি;
ভৈরব প্রভাতি।
আলোর দিশায়;জোনাকির
মেলা,ভুলে যাবে..
কবি মন।

পিছু পথ নাহি চাহি
বেগে ধাও-
হে পথিক,
হে কবি!
নিশার স্বপ্নিল ধ্রুব তারা।

নিরাক পরা এ গায়ের ওপারে
মোর কুড়েঘরে-
চির নিরবধি,হেন
শিশিরেরো নিরবতা।

মন্তব্য করুন