Skip to content

হে আকাশ একটু দয়া করো

  • by

হে আকাশ একটু দয়া করো
————————————–

হে আকাশ একটু দয়া করো! ভেঙ্গে পড়ো তুমি! যেনো বুকফাটা কষ্টের লোচনের ঝর্ণার ধারা। ভেঙ্গে পড়ো তুমি! যেনো বিত্তহীন এর উপর ভূস্বামীর চাপানো খাজনার তীব্র দিশাহারা। ভেঙে পড়ো তুমি! যেন তাদের পোষা কুকুরের দরিদ্রের লক্ষীকে পাওয়ার লোচনের তীব্র দীপ্তির ফলক। ভেঙ্গে পড়ো তুমি! ভেঙে পড়ো। দু চোখের সলিল মুছে গাছের শিরায় নতুন আভার নতুন ধারার আয়ু তলো। হে আকাশ একটু দয়া করো।

হে আকাশ একটু দয়া করো! হে আকাশ তাদের নিনাদ তুমি “একটু” শ্রবণ করো, জ্বলন্ত ঊষাপতির তীব্র ললাট তুমি দমন করো। ঝরে পড়ো অঝোরে, বুকফাটা জননীর ফাটল দু হাতে চেপে তুমি জড়িয়ে ধরো। জড়িয়ে ধরো “জননীর পুত্রের অন্তিম নিঃশ্বাস”। জড়িয়ে ধরো “দু চোখের সামনে ধেয়ে আসা, ঝাপসা কালো নিরাশার আভাস”। জড়িয়ে ধরো সেই অন্তিম মুক্তোর খন্ড যা লোচনে থাকা সুপ্ত অন্তিম নীর। জড়িয়ে ধরো কণ্ঠ নালীর অন্তিম চিৎকার।… হে আকাশ একটু দয়া করো!….হে আকাশ একটু দয়া করো…

মন্তব্য করুন