Skip to content

হৃদয় তরণী -সৈয়দ মাহমুদ

আধো কিংবা নিঘুম দীর্ঘ রাতে
আসে নাই ক্লান্তি অবসাদ মনে
এসেছিল নিঃসীম শুন্যতা
হাহাকার প্রতি ক্ষণে।

দুয়ারে দাঁড়িয়ে যারে দেখিলাম চ’লে যেতে
সে কি কোনো কালে ছিল মোর বুকে
ভেজা কপোতীর মতো
আশ্রয় নীড়ে!

সে দিন তমালের তলে বসি
যারে দিয়েছিনু সবুজের সমাহার রাশি
কি তার বুঝিল সে তা
হেলায় ফেলিল ছুড়িয়া হাসিয়া ঈষৎ হাসি।

তবু আকাশের পানে চাহি
কহিলাম ফেরাও তাহারে আজি
সোহাগে দলিয়া ফিরাইবো তাহারে
পুনরায় ধরিলাম বাজি।

নক্ষত্রের পানে চাহি ছুটিয়াছে যে বা
ভাবিতেছে এই বুঝি ধরিলাম ধরণী
কে তাহারে ফিরাইবে আজি
পূর্ণ করিতে মোর ভাঙ্গা হৃদয় তরণী!

আঁধারের দেশে করি বসবাস
ভাবিতেছি কোনদিন যদি একবার
আসে ডাক নিরুদ্দেশের তরে,
যাতনারে লয়ে চ’লে যাবো
জীবনেরে হেলা ভরে।।

মন্তব্য করুন