Skip to content

হৃদয়- বাংলাদেশের মানচিত্র

আমার এ হৃদয়ের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে-
রক্তদামে কেনা লাল সবুজে ঘেরা মানচিত্র
কখনো মৃদুমন্দ কখনো বা উদ্দাম হাওয়ায় উড়ে;
এইখানে একপাশে অবিরাম বহে- হাজারো স্রোতস্বিনী,
এ নদীর টলমলে জল- এ বুকের মাটির গন্ধে
আমি চিরকাল মুক্তির বিপ্লবী জয়ধ্বনি শুনি!

এই আঁকাবাঁকা মেঠোপথ- কিশোরের উদ্দাম ছুটে চলা,
এই ঢেউয়ে ভেজা মানচিত্র- রংতুলির হাজারো শিল্পকলা;
এই নবান্নের দেশ- দিগন্ত ছোঁয়া সবুজ বনভূমি,
এই রূপসী বাংলা- আমার প্রিয় মাতৃভূমি;
আমরা কি খুব সহজে পেয়েছি তোমায়?
আমি কি তোমায় অযথাই বুকে ধরেছি ?

আমি তো এখনো শুনি- আমার বুকের জমিনে
সেই নরপশুদের বিচরণের অদ্ভুত পদধ্বনি,
আমি তো এখনো শুনি- আমার মায়ের,
আমার বোনের সুতীব্র আর্তনাদের হৃদয়ভাঙা রোনাজানি;
শকুনের পাখা ঝাপটানি আমার কানে আজও আসে,
যুগল নয়নে এখনো ভেসে ওঠে- ভয়াবহ কালোরাত!
আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হওয়া রাজপথ;
সারি সারি গুলিবিদ্ধ লাশ! রক্তের গন্ধে মাতাল দক্ষিণা বৈরী হাওয়া;
আমার টলমল স্রোতস্বিনী জুড়ে গাঢ় লাল ঢেউ,
আমি এখনো চেয়ে দেখি- পিশাচদের পদচারণায়
বিষন্ন আমার মায়ের মুখ,
বিপন্ন আমাদের এই মাতৃভূমি;
আমার বুকের মাটিতে পিশাচদের অবাধ পদচারণ,
আমার মায়ের অশ্রুভেজা বিষন্ন মুখ,
আমার অসহায় অবুঝ বোনের করুন চিৎকার;
সহ্য করতে পারিনি আমি!
সহ্য করতে পারেনি তুমি ও তোমার মতো হাজারো
তরুণ-তরুণী,
সহ্য করতে পারেনি ছেঁড়া শার্ট পড়া বস্তির ছেলেটাও;
সবাই যুদ্ধে নামে-
ছাত্র-শিক্ষক থেকে বীরজনতা,
এমনকি দশ বছরের সেই উদ্দাম কিশোরটাও;
সবাই যুদ্ধে নামে!
এ এক মানবতার যুদ্ধ!
এ সংগ্রাম আমার মায়ের মুখে
হাসি ফোটানোর সংগ্রাম,
এ যুদ্ধ আমার বোনের হাতে
একটি গোলাপ তুলে দেবার যুদ্ধ;
এ সংগ্রাম তোমাদের বুকে
একটি আপন মানচিত্র এঁকে দেবার সংগ্রাম;

সে এক বিরল উন্মাদনার গল্প-
সে এক রক্তদানের বিরল ইতিহাস!
একটি মানচিত্রের জন্য বিধ্বস্ত হলো,
আমার দেশের হাজারো মানচিত্র!
একেকটা বীর যেনো একেকটা মানচিত্র,
একেকটা বীর যেনো একেকটা বাংলাদেশ!
সে এক অনবদ্য ইতিহাস-
সে এক তিমির বিদারী আলোক উল্লাস!
অতঃপর আমরা পেরেছি-
আমাদের আপন পতাকা হাতে
আমাদেরই আঙ্গিনা হতে,
রৌদ্রোজ্জ্বল আপন উঠোনে পৌঁছোতে;
আমরা পেরেছি- আমাদের মায়ের
বিষন্ন মুখের অশ্রু দাগ মুছে দিতে,
আমরা পেরেছি আমাদের বোনের হাতে
একটি গোলাপ তুলে দিতে;
আর তোমাদের দিয়েছি লাল সবুজে ঘেরা-
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা একটি মানচিত্র!
একটি অবারিত বসন্ত- মেঠো আলপথ
একটি লাল সবুজ সূর্যমুখী- বাংলাদেশ!

-সংক্ষেপিত

মন্তব্য করুন