Skip to content

হিমেল – হিমেল কবি নুরইসলাম নুর

  • by

হেরো গো ঐ স্তব্দ তব নীল যবনিকায়-
তপোসী চালের কবিতা আর নাহি রে…
কুমাস্তর্ণ বুনো হাঁস দ’লে-
নাহি ছিটায় রঙের ফোটা,
আজলাভরা নদীর তটে-
নাহি আজি নারীর ছোটা
হিমেল কবি,নিরন্জন বুঝি আর নাহি রে।।

মরি মরি গো,আমি মরি প্রেমোহীন নিস্বঃকুলে
যবে ছুটি তারাকালয়ে-
হাসে নাকো চাঁদ-শশী,
তারা বিশ্ব নিখিলের সভা
আধমরা হাসি হাসে মিছে ধরা।।

খেলো খেলো হে কবি দিন বুঝি-
গেল চলে,র’বে পরে সব একাকার
আর নাহি আসিবো ফিরে।
বুঝি চলে যায়-
নীলিমায় জগতের ওপা’রে।
আহা,হিমেল কবি,নিরন্জন;বুঝি আর নাহিরে।।

প্রভন্জনে তুলে কল্লোল,শীথিল সাহিত্যে মিরা-
হিমেল কবি ছদ্দ বেশে;
কাফনে মোড়া সুনীলের নীরা বুঝি-
তুলে নিলে তারে,বিষ বৃন্তে গাঁথি মালা।
আপন আলয়ে নাহি আতোশীর সাহস-
হিমেল প্রদীপ হাতে,
নারী জাগরুক।
সেই নারী শ্মসান প্রান্তরে নির্জন দাড়িয়ে
আজি বুঝি লিলা হবে নিশিতপবনে!
আহা,একি অনামিকা,পুষ্পের শুভ্রতায়
ছেয়ে আছে নীলয় মোর,আছে সে ভুবন ছেয়ে
যেথা ক্ষণিকার লেশ..
আজ কথা আছে আতোশী ফুলের,ঢের কথা…
হিমেল কবি বুঝি আজি নাহি রে।!

মন্তব্য করুন