Skip to content

হিংসায় পুড়ি – কবি মকিজ রেজা

  • by

হিংসার পুড়ো আমার দেহ
জ্যান্ত আমি,আমি লাশ,

কেউ জানে না মনের খবর
হ্নদয় পুড়ে হল ছাই,

রক্তপানের নেশা তোমার
অগ্নিরথের যাত্রী,

মহাশুন্যে গোল পৃথিবী
আনলো ডেকে ফাঁকা আকাশ
মাটির উপর রক্ত জোয়ার
ভাঁটায় পড়ে হাড়,মংস।

ভালবাসার রাত্রিযাপন
দমকে ফেলি রক্ত
লোহার শিকল বাঁধা আন্তর
ভালবাসার জন্য।

হিংসায় পুড়ি জ্যান্ত আমি
রক্তে এলে নোশার জোয়ার।।
““““““““““““““““““““
***** মকিজ রেজা*****

মন্তব্য করুন