Skip to content

হাহাকার – প্রভাত মণ্ডল

  • by

আশ্চর্য হাহাকারে ভেতরটা জ্বলেপুড়ে ছারকার
কর্কটক্রান্তি রেখা বরাবর তাপের প্রখরতা
নদমার গন্ধে যায় না থাকা আর
তারই জলে স্থান ধোয়া – থোওয়া করা
পারেতে ঝুপড়ি করে থাকা খাওয়া পড়া
জীবনের ছন্দ সব উলোটপালোট শুধুই হাহাকার
বেচে থাকার তাগিদে ছোটা ফেরা
কষ্টের সঞ্চিত টাকাগুলো লুট করেছে ফন্দিবাজেরা
ঘরে ধেঙ্গরী মেয়ের যায় না বিবাহ দেওয়া
টাকার অভাবে অসুস্হ স্ত্রীর যায় না পথ‌্য কেনা
তার উপর মস্তানদের হপ্তার তাগাদা দেওয়া
শূণ‌্য আত্মকাহিনী পরিশ্রান্ত জীবন
যমরূপী মৃত‌্যু ডাকে দিয়ে হাত নাড়া

মন্তব্য করুন