Skip to content

হামি বেবীর মা বটি! – ভোলাদা

জারের রাত কাইটে ভোর আইলো
কুয়াশে ভিইজে স্যাঁতস্যাঁতাইছে মহুল তলটা
এ বিটি উঠ ন! সক্কাল হইলো যে
আজ ন তুয়ার ইস্কুল ঘরে শেষ যাওয়া?

বাপটা একগুঁয়ার বেদম মাতাল
আঁধার থাইকতে গেইছে বনে
কাঠ লি আনি যাবেক মাঝি ঘরে
আজেই দিবেক তুয়ার বিহার কথা পাকা কইরে!

কি আর বলি? একলা মরদ
কেহই তো আর নাই তিনকুলে
ঘটি বাটি কুরহাট টাও বাঁধা দিয়ে
বাপ ঠাকুরদা শিরায়ছে মদ গিইলে!

বেবী গেইলো ইস্কুলে ভয়ে ভয়ে!
আজ বেইরাবেক মাইধ্যমিকের ফল
পাশ হইলো ফার্স্ট ডিভিশনে
মনে খুশি তবু চোখদুটা ছলছল!

দিদিমণিয়ে বইল্লো বুকে জড়ায়
হা দ্যাখ বিটি আর কাঁদিস নাই
তুই হলি আইমদের স্কুলের গরব
তুকে দেইখে আজেরলে শবর জাতি হবেক সরব।

সব্বাই খুশি গাঁ জুইড়ে, বেবীর তরে
বাপ বইল্লো সুখের হাসি হাইসে
তুই হামার বংশের মান রাইখেছিস
ধুমধাম কইরে বিহা দিবো আশ্বিন মাসে।

ছুইট্টে গেল বেবী ঘরের আগলটাই
কাঁইদে আছড়ায় পইড়লো মায়ের কোলে
গুমরায় গুমরায় বইল্লো আরও পইড়বো মা
আইমকে ভর্তি করি দে ন বড় ইস্কুলে।

চুলমুঠি ধইরে… কি বইল্লি হতচ্ছারি?
হামার মুইখের উপর দি কথা
হামি নিইজে মুইখে জবান দিইয়েছি
ভুল করিও কভু ভুলিস নাই যেন সিকথা!

আজ থাইকতে তুয়ার ইস্কুল পড়া
জন্মের লেকেন হইলো সব শেষ
বনের বিটি ঘর বাঁইধবি মনের সুখে
এমন ভাবেই তো আছি হামরা বেশ।

খ্যাঁকরায় উঠি বলে বাপে বেদম ক্ষেইপে
আজ পর্যন্ত বেনিয়ম হয়নাই হামদের কুলে
ভাইঙ্গলে নিয়ম তুই যে নিজের বিটি
ইবার সিটাও তবে যাবো ভুইলে!

মুখ খুইল্লো ইবার মায়ে বুক চিতায়ে
হ্যঁ! ইবার বড় ইস্কুলেই যাবেক হামার বিটি
ভাবিস নাই মা হামি আছি তুয়ার পিছে
সব্বাই দেখুক হামিও বেবীর মা বটি।

মন্তব্য করুন