Skip to content

হতভাগ‍‍্য – সুবীর ভট্টাচার্য্য

আজও মরেনি কিছু লোক, বেঁচে আছে-
শুষে নিয়ে পৃথিবীর সমস্ত শোক,
হয়ত তাদের বাড়ি নেই, শীতের পোষাকটাও নেই
আছে শুধু এক বুক জ্বালা
ভাগ‍্যের হাতে ফালাফালা,
আকাশেতে একরাশ তারা, বিস্ময়ে বোবা হয়ে থাকে।

যেদিন তাদের ছিল দিন, হাড়ভাঙ্গা খাটুনির পরে, স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিশ্রামে রাত যেত কেটে,
স্বপ্নের মায়াজাল বুনে, ভেসে যেত চাঁদনির রাতে
হৃদয়ের দেওয়া নেওয়া করে-
সম্পর্ক গভীর থেকে সুগভীরে,
বটগাছে পাখি গান গায়, নিশ্চিন্তে মনের সুখেতে।

শান্ত নদীতে আসে বাণ, সেই মহাকাল-
জীবনের বাস্প শুষে নিয়ে, অন্তর করে ছাড়খাড়,
অর্জিত জীবনের ধন, সম্পত্তি কিংবা সন্তান-
এক লহমায় হয় নিঃশেষ,
পড়ে থাকে শুধু হাহাকার,
প্রলয়ের পরে বেঁচে থাকা, ছিন্নভিন্ন শুধু যন্ত্রণা।

জীবন সায়াহ্নে একা বসে, নিঃস্ব অবাক চোখে চেয়ে,
দু চোখে অঝোর বারিধারা, শেষ হয় সব কথামালা,
অশক্ত ক্লান্ত দেহখানি, হয়ত বা অন্তিম শয‍্যায়,
গভীর রাতের প্রার্থনায়, ভাবে-
সূর্যোদয় যেন, এ জীবনে আর না আসে,
মৃতদেহ শুধু পড়ে থাকে, দাবিদার নেই যে কোথাও।

জীবনমুখী কবিতা

মন্তব্য করুন