Skip to content

স্মৃতি – শাহদাদ সাজিব

দুটো টাকা দিবেন,
নাস্তা করব।
দরিদ্রতা দেখেছেন?
-না হলে অনসন করব।
একমুটো চাল দিবেন,
ভাত রাধব।
সন্তানের উপবাস দেখেছেন?
-না হলে কান্না করব।
দুফোঁটা জল দিবেন,
পিপাসা মিটাব।
তৃষ্ণার্ত কাক দেখেছেন?
-না হলে হাহাকার করব।
দেহ কিনবেন,
পেট বাচাব।
উলঙ্গ ক্ষুদার্ত দেখেছেন?
-না হলে চিৎকার করব।

2 thoughts on “স্মৃতি – শাহদাদ সাজিব”

মন্তব্য করুন