Skip to content

—-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
স্মৃতির পটে তাকালে কেন স্তব্দ হয়ে আসে ভাষা!
উঁকি দিয়ে ওঠে সেইসব দুরন্তপনা চেনা জানা
সেই সব লুকুচুরি–বিকেলের পায়চারি
খামের ভিতরে দুঃসাহসিক হৃদয়ের কথামালা।
আহা দু’একটা ফুলের তোড়া
হাতে দিয়ে বলতে-
মনে পড়ে, আজও মনে পড়ে!!

মনে পড়ে, গোধূলীর সন্ধ্যায় জানালার পাশে
অপলক চেয়ে থাকতে সেই আঁকা বাঁকা পথে
একটি যুবক এসে চুপি চুপি দেখে যেত প্রাণ ভরে
মুচকি হেসে বলতে-” আই লাভ ইউ!
আই লাভ ইউ জান!
তুমুল উল্লাসে যুবকটি চলে যেত রাশি রাশি বিস্ময় নিয়ে!

বুকের স্পন্দনে ফুটাতে প্রেমের গোলাপ!
অকৃত্রিম শিহরণে শোনাতে সেইসব বিজয়ের গল্প ।
আজ সেই বুকে রৌদ্দুর প্র্রখর খরা,বিনিদ্র ক্লান্তির শোক!

স্মৃতির পটে তাকালে কেন জেগে ওঠে রক্তিম পলাশ?
মনে পড়ে সেইসব ঝলমলে ঝর্ণা ধারা-
একটি যুবক- তার হৃদয় চোখে
রাশি রাশি ব্যদনার কান্না- সুদুরে তিমির রাত্রি!
——-২২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন