Skip to content

স্মৃতির ডায়েরি

আমার তেমন কোনো স্মৃতি বিজড়িত কিছু নেই,
আছে শুধু ভগ্ন টেবিলের কোণে
ধূলোবালি সংযুক্ত একটি ডায়েরি,
তাতে কোনো সুখের কথা লেখা নেই,
নেই কোনো সাফল্যের কথা লেখা।
লেখা আছে কষ্টের জর্জরিত দিন গুলোর কিছু কথা,
যা আমি সম্পূর্ণ লিখতে পারিনি,
লিখতে গেলে চলে আসে বুক ফাটা চিৎকার।
জীবনের সংগ্রামের কথা দিয়ে ভরা,
সেই কথা গুলো লেখা আছে ডায়েরি স্বল্প পাতায়।

ডায়েরি খানি খুলেই আজও ভেসে আসে,
সেই রক্তরঞ্জিত ডায়েরির ভগ্ন পৃষ্ঠা গুলো
যা আমায় অতীব গভীর ভাবায়।
তবুও সেই ডায়েরি খানি টেবিলের কোণে
ধুলোবালি সাথে আলিঙ্গন করছ।
ডায়েরি খানি আমার অতীত স্মৃতি কিছুটা,
স্মরণ করাবে পর প্রজন্মকে।

রচনাকালঃ
১৪/০৪/২০২১

মন্তব্য করুন