Skip to content

স্মৃতিতে রবীন্দ্রনাথ – উত্তম চক্রবর্তী

মহান লোকের জন্ম হয় একবার,
মৃত্যু কি ভুলাতে পারে নামডাক তাঁর!
জন্ম যার হয়েছিল পৃথিবীকে দিতে,
রুধবে কে তাঁরে আর এই ধরণীতে!
জাতীয় সংগীত যার দু’দেশের গান,
সার্থক জনম যেন রাখে তাঁর দান।
সাহিত্যের সবখানে পদচারণায়,
মুখরিত লেখনীতে কবি মহিমায়।
মরেও অমর কবি সবার অন্তরে,
বেঁচে আছে কোটি কোটি বাঙালীর ঘরে।
অকাতরে লিখেছেন গল্প কাব্য গান,
উপন্যাস নাটকেও নজীর প্রমাণ।
এমন মানব আর ভবে কবে পাবে,
রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়েই রবে।

তাং -০৮/০৮/১৮

মন্তব্য করুন