Skip to content

স্মৃতিগুলো আজও জীবন

স্মৃতিগুলো আজও জীবন্ত
———-এস.আই.তানভী

ভাঙার পাড়ের গাছগুলো তেমনই আছে
এখনো ভাঙার দু ধারে–
পড়ে আছে সোনালী ফসলের ক্ষেত
ডান পাশে ছোট নদীটা এঁকে বেঁকে
পড়ে আছে বিশ্বরোডের মতো, বিকেলের
সূর্যটা স্বল্প সময়ের জন্য বালুরাশির গায়ে
স্বর্ণাভ রং লেপে দেয় বিদায়ের বেলা।।

আমি প্রতিদিন আসি একা,
সে আর আসে না, যার
কোমল হাতের ছোঁয়া লেগে আছে-
ভাঙার পাড়ের রাশিরাশি গাছের গায়ে,
মিষ্টি ফসলের গাছে, বালুরাশির চিকচিকিতে
শান্ত এই নদীর মৃদু স্রোতের জলে।।

সেই মন খুনী, মায়াবী নারী, জীবন কবিতা
আজ বহুদূরে, অচেনালোকে আমাকে ছেড়ে
শুধু তার স্মৃতিগুলো আজও জীবন্ত এখানে।।

এখানে এলেই আমি দেখতে পাই
সে যেনো গাছের পিঠে পিঠ মিলিয়ে দাঁড়িয়ে
অপেক্ষা করছে আমারই জন্য, তাই বুঝি-
শহর হতে খানিক দূরে, পাথরাজ কলেজের পেছনে
পশ্চিম দিগন্তে এই ভাঙার পাড়; গাছাগাছালি
নদীর জল, পাখির ডাক, ক্ষেতের ফসল
আমাকে রোজ ডেকে আনে—-।
——————-
১১/০৭/০৭ইং

1 thought on “স্মৃতিগুলো আজও জীবন”

মন্তব্য করুন