Skip to content

স্বেচ্ছাচারী ভালোবাসা – অষ্টম আদিত্য সরকার

বলছি না ঠিক ভালোবাসি বলছি না ঠিক ভালোবাসি না
বলছো না ঠিক তুমিও না ভালোবাসো নাকি ঘৃণা।

ভাবছো যখন আরও ভাবো অনেক সময় এখনো হাতে
সময় কেবল সময় চলে যায় কি মায়াজাল বিছিয়ে রাখো
এখন তোমার দৃষ্টি দিয়ে অনেক কথা বলতে পারো
দৃষ্টি দিয়ে কথা দিয়ে জ্বালাতে পারো পোড়াতে পারো।

তুমি ডাকলে ছুটে আসি তোমার উষ্ণ স্পর্শ পেতে
তুমি তোল সাপিনীর ছোঁবল ছোঁবলে করো বিষে জর্জর
অঙ্গে ছড়াও বিষের বিষাদ মুমূর্ষু প্রায় বিষে মর্মর
শুধু চেয়েছি আজীবন পণ জন্ম থেকে জন্মান্তর।

যেতে পারি ঠিক একলা একা একার ঠিকানায়
যেতে পারো না একলা তুমি একাকী রাস্তায়
ভুলে যেতে পারি ছিড়ে যেতে পারি যত রাখো মেলে ইন্দ্রজাল
যত চেয়েছো তত পেয়েছো বলেছো স্বভাবে আকাল।

মনেমনে আছো চোখেচোখে আছো সম্রাজ্ঞীর বেশে আছো
নতজানু রাখো দাসানুদাসে রাখো চির কাঙাল করে রাখো
অস্ফুট বলো চিৎকারে বলো এমনি রাখো স্বেচ্ছাচারী অধিকার
বুঝছি না ঠিক দেখছি না ঠিক ভাবছি না ঠিক আসল যা ভাবার।

2 thoughts on “স্বেচ্ছাচারী ভালোবাসা – অষ্টম আদিত্য সরকার”

মন্তব্য করুন