Skip to content

স্বাধীনতা

  • by

স্বাধীনতা !! জন্ম থেকে এখনো মুক্তি মিলেনি—-
প্রিয় মাতৃভূমির।
যুদ্ধ করেছি,রক্ত ঝরিয়েছি,রক্তের স্রোতে ভেসেগেছে
কত তাজা প্রান ,তবুও মুক্তি মিলেনি——-
প্রিয় মাতৃভূমির।
সময়ের সাথে সাথে শোষক বদলেছে,
বদলেছে শোষনের ধরন————।
বার বার শোষকের শোষনে ধর্ষিত ,লজ্জিত
হয়েছে আমার মাতৃভূমি——-
তবুও তাঁর মুক্তি মিলেনি।
আজও সিমান্তের কাঁটাতারে ঝুলে থাকে
প্রিয় মাতৃভূমির স্বাধীনতা
কিভাবে বলবো মুক্ত হয়েছে মাতা ।
এখনো রাস্তার ধারে ঝুপরির ভিতর থেকে
ক্ষুধার কান্না আসে,
ক্ষমতার কাছে পরাজিত অসহায়
ধর্ষিতার কান্না ভাসে , তবুও বলছে!!
স্বাধীন হয়েছে প্রিয় মাতা।

মন্তব্য করুন