Skip to content

স্বাধীনতা

বাতাসে পোড়া বারুদের গন্ধ স্পষ্ট পাওয়া যায়।জানোয়ারদের প্রহারলীলা চলছে অসহায় মানুষদের ওপর।ডোবার পানিতে ভাসছে পঁচা মরা লাশ।করুণ আত্মনাদ শোনা যায় নিরুপায় নারীর কন্ঠে।মৃত ছোট্ট শিশুটির মাংস টেনে ছিঁড়ছে একটা নেড়ি কুকুর।কাকের ডাক ভেসে আসছে পশুর প্রহারিত কোনো এক লাশের ওপর থেকে।রক্তে লাল হয়ে গেছে নদীর ঘোলা জল।বাংলার আকাশ-বাতাস-প্রকৃতি আজ প্রাণহীন।ওই পাকিস্তানি জানোয়ারদের মারতে হবে।কত দূরে তুমি,তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা।

মন্তব্য করুন