Skip to content

স্বর্গে গেছে চলে – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

ভালবাসা আজ স্বর্গ চলে গেছে;
হৃদয়ে কালিমার আঁধারে ভরা
নিজেকে কেবল অনাথ মনে হয়
যন্ত্রনার আগুনে পুড়ে যায় সুখের ঘর।
চারিদিকে আজ বয়েছে দুঃখের যমুনা
পাগলা উত্তাল তুফানে করে হাহাকার
বেদোনার ছন্দের নৃত্যে ঝরে যায় প্রেম
সকল আনন্দ আজ মেরু পথে বাঁধা
আঁকাবাঁকা স্বপ্নের মাঝে ভালবাসা
উড়িয়া চলে স্বর্গের অজানা পথের নিশানায়।

সাধনার চিত্তে মগ্নচৈতন্যের নমুনা
সকলি আজ করেছে বিরাজ প্রিয়ার মাঝে
পরিপূর্ণ প্রবল প্রচুর অপেক্ষার পর
যৌবনের আগমনী বার্তার মৌরী সুবাসে
আসিবে ঝড় মনে কড়া নেড়ে
একটু আশার বিচিত্র স্বপ
মনের অন্তরালে বুকে বসবাস
বুজিতে পারিনা ভালবাসা নামের
হীরামন পাখি স্বর্গ কোন উড়ে যায়
নিজ হাতে পরালে প্রিয়া দুঃখের মালা
কষ্টের মাদল বাজে আমার অন্তরে
বেদোনার সুরের ঘনঘটা আঁধারে ছেয়ে যায়।

জানা অজানা কত ব্যাথার সুমধুর মনে
কত স্বপ্নের চির বিদয় শুকনো মনের নীড়ে
সেথা বলিতে বুজিতে পারিবেনা প্রিয়া
তুমি কোন অভিমানে আমাকে দাও জ্বালা
শিমুল পলাশ বনের ফুল পাখিরা
অবেগে কেঁদে ডানা ঝাপটায় মরে
বুকে আমার বিধিলো প্রেমের কাটা
তোমারি পাণে মন ছুটে যায় আনমনে
তুমি কেন উজানে চলে?
বুজিতে পারেনা কিশোর কবি
তোমার মনের খবর বিধাতা জানেন
ভালবাসা ছুটিয়া চলে অন্তহীন স্বর্গের পথে।
সহজে তোমায় যাবেনা ভোলা
একাকী কাঁদি নিরব অন্তরে
ভালবাসা ছাড়া আমার হৃদয় ছিদ্র যুক্ত
আঁখি জলে মালা গাঁথি শয়নে স্বপনে।

মন্তব্য করুন