Skip to content

স্বপ্ন – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

কত স্বপ্ন নিয়ে এলেম শিশু হয়ে ভুবনে
মমতার বন্ধনে জড়ানো স্নৃতির মাঝে
স্বপ্নের ভালবাসা উদিত প্রীতি সাজে
পাখি হয়ে উড়বে নীল আকাশে।

পৃথিবীর রূপে মুগ্ধা মমতায় লালিত
বাসনা বুকের পাঁজড়ে বয়ে যায় ঝড়
সুকোমল নদীর জলে সাতার কাঁটিয়া
জয়- বিজয়ের সমীকরন মিলেনা জীবনে।

কত আঁধার রাত্রি গহিন পথে ছুটে চলা
নির্মল চাঁদের আলোয় হেঁসে কথা বলা
প্রজাপতির মত অন্যমনে খেলা করে
ঘুরে এলাম কত কানন গিরি সমুদ্র
আকাশ পাতাল পৃথিবীর সমস্ত পথে
দেখিনি আমি একরত্তি প্রেম,সবি কলঙ্ক ভরা।

তারা ভরা নীল আকাশ ছেড়ে গ্রহ নক্ষত্র পাড়ি দিয়ে চলে যাব একদিন সেচ্ছায়
কুসুম কলি পুম্পমুঞ্জরি ঝরে যাবে অভিমানে
ধরণীর বুকে থাকবে আমার একরাশ স্নৃতি।

প্রান মোর হয়ে যাবে চুরি,হওয়ার দমের মাঝে
পলাইবার উপায় খুজে হবেনা নিস্তর
নাম রহিবে না মোর স্মৃতি রবে ভাবিনা
সেকথা,
তবে মানুষের মাঝে বেঁচে থাকিবার স্বপ্ন আমার নিত্য আসে।

মন্তব্য করুন