Skip to content

স্বপ্নেরা লুকিয়ে থাকে – জামাল আনসারী

স্বপ্নেরা লুকিয়ে থাকে জীবনের প্রতিটি পরীক্ষায়,
এখন চার দেওয়ালের মধ্যে আবদ্ধকারী,
আগামীতে ছড়িয়ে পড়বে একে একে সারা পৃথিবী।
একটুখানি আলো,বাতাস,উত্তাপের অপেক্ষারত
আর বেশিদিন নেই, অঙ্কুরিত চারা উঁকিঝুঁকি দেয়….
মানব সভ্যতার দরজায়,দরজায়।
এই স্বপ্ন গুলোই একটি দেশের আশা,ভরসা,
দেশের ভবিষ্যতের কান্ডারী।
ঘুমিয়ে আছে হাজার হাজার স্বপ্ন…..
যেন সুপ্তিকালীন আগ্নেয়গিরি।

মন্তব্য করুন