Skip to content

স্বপ্ন – হিমেল কবি নুর ইসলাম নুর

আমি শিমুল তুলোয় ভেসে বেড়ানো স্বপ্ন বাংলার
শ্যামলিমা ধানের শীষে মুক্ত দোল,
আমি বাংলা মলয়-অনিল পুরবী হাওয়ায়;
দুরন্ত কিশোরের ছুটে চলা পান্থ,তার
স্বপ্নীল তাজি ঘোরার উন্মাদিত কিশালয়।

আমি সবুজের দেশে-
উন্মুক্ত ঘাসফড়িং এক,বিদিশার
হাতে আঁকা নীল কীট।
আমি বন্ধন হারা কুমারির-
স্কন্ধে ছড়ানো আকুল প্রজাপতি,
কিশোরীর অস্ফুট হাসির ফোয়ারায়-অভ্রবিন্দু
আকুল নিদাঘ তিয়াসায় পদ্ম পাতার শিশির।

আমি চির হরিতে চির চেনা-
পথ হারা ক্লান্ত পথিক,
আমি অত্রিপ্ত প্রাণ এক-
তীব্র হুংকার আমি দানবের।
আমি পড়ন্ত বিকেলে নীড় হারা
পাখির দ”লে-
খর রদ্দুর তপ্ত শিকারীর নিশান।
আমি ডাহুকের ডাকে-
উঠি নাচি,মাটির বুক ফারার উন্মাদে
আমি আকুল স্বপ্নহারি বাংলার কৃষাণ।

আমি ছুঁই ছুঁই জলে ভরা নদে;
ক্ষুদার্থ মাঝি,ঈর্শায় জ্বলে রুপোলি ইলিশ,
আমি ভরা তরী ত্বরায়ে হানি-
সর্বনাশা কুলীক ভেদিয়া।
গরিবের ক্রোন্দল রোলে-
আমি আর্তনাদিত প্রাণের বীণা,তার
তন্বী নয়নের বহৃি।

আমি মহাবীর-
শাসক,ত্রাসক,বাহুবলী
অসহায় প্রজাদ’লে আমি সাহস সন্চারি খড়গ
মহারাজ আমি-
অভিশপ্ত নগরীর!
আমি ভাটি অঞলের গারওয়ান,তার
মন্থন ধেয়ে চলা-
সিনিগ্ধ গানের কলি।
আমি অবোধ যুবকের হাতে-
বাশেরো বাশোরি,
আমি রমণীর বাঁকা চলনের মেঠো পথ
তার ঘাটেরো কলসি।

আমি কুলীক নদীর তটে-
স্তব্দ বটগাছ,আমি
বাংলার মাটির আকুল তিয়াসা,তারি
সিনিগ্ধ সুবাস।
আমি মাতার আঁচলে বাধা মুড়কির ঘ্রাণে
ছুটি ঈসানে করতালি দিয়া,
আমি বিশ্ব ত্বরণে মরণ হবো;
জনম জনম ধরে করি আরোধনা!
হাজারো বছর ধরে যেন-
বাংলার আল’পথে করি পরিক্রমা।

2 thoughts on “স্বপ্ন – হিমেল কবি নুর ইসলাম নুর”

মন্তব্য করুন