Skip to content

স্তব্ধ ভাবনা/প্রভাত মণ্ডল

লিখব ভেবেছিলাম প্রেমের কবিতা
রুদ্র পলাশের আগুন ছিল মন।
স্বপনে ছিল তোমার ওষ্ঠের পরশ
হলদে শাড়ীতে তুমি অষ্ট্রাদশী
আমার সবে একুশ এখন।
স্তব্ধ হয়েছে ভাবনাগুলো সব
হতবাক ভাবনাগুলো চিৎকার করে
নয় আমি হিন্দু না মুসলমান,
আমি তুচ্ছ সাধারন মানুষ একজন।
পাঁজরে কালিতে লাল পিচ পথ
প্রেমের কবিতা লিখব ভেবেছিলাম
আমার দেহটা এখন নিথর শব।

মন্তব্য করুন