Skip to content

সেই সাধ- কবি মকিজ রেজা

  • by

সেই সাধ+++++
তোমার জন্য শাহজাহান গড়েছে তাজমহল
তোমার জন্য চন্ডীদাশ প্রহর গুনেছে বারটি বছর
তোমার জন্য দেবদাশের গেল অকালে জীবন
তোমার জন্য পাহাড় কেটে খাল খনন করে এনেছে বারিধারা ফরহাদ
কত জীবন তোমার জন্য রেখেছে বাজী,তবু
তুমি অর্পণ করনি ,তোমার ভালবাসা কিশোরী প্রত্যেকেই তোমারে দিয়েছে ভালবাসা
আর তুমি করেছে নয় ছয় ষোলকলা
তোমারে দিয়েছে উচ্চ আসন হে সুরভী নারী
তোমার ভালবাসা সম্মান রেখেছে, তব সে পুড়েছে অনলে
নমিয়াছে আঁধারে তোমারে যেন ভালবাসিয়া মরিয়াছে
সবিনয়ে!
তব তুমি যেন নাহি ভালবাসলে
কভু তারে!!

প্রেমিক পুরুষের দুর্বল মনে আঘাত হেনেছে বারেবার
হে হরিনী নিষ্ঠুর, যেন তুমি শক্ত নিষ্ঠুর পাষাণী
তোমার রুপে, যেন বাসনা মম তার হৃদয়ে
জাগে আর্তনাদের তিক্ত বাক্য
তুমিতো খেলেছে নিষ্ঠুর নিদারুণ খেলা সে কার ইঙ্গিতে। যেন রাখেনি তব কোন মূল্য
তোমার বিচারা লয়ে নিজে বিচার কর চাতকিনী,
দেখিবে বিচারে তোমার হয় কতটা দন্ড!!!

ভালবাসা যে করে আর যে ভালবাসা যে ভাঙে
দু’জনের ব্যবধান কতটা আমি অধম বুঝিনি গো সেই সাধ!!!
+++++ মকিজ রেজা

মন্তব্য করুন